15 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বগুড়ায় কার্যালয়ে হামলা: আ.লীগের কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন

বগুড়ায় দলীয় কার্যালয়ে হামলার ঘটনায়, জেলা আওয়ামী লীগের কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১৬ জুলাই টানা চার ঘন্টা দলের কার্যালয় ও আশপাশের বেশকিছু স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালালেও, নিজেদের ঘর বাঁচাতে আসেননি বগুড়া জেলা আওয়ামী লীগের কেউই।

বগুড়ায় গত ১৬ জুলাই টানা ৪ ঘন্টার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় আওয়ামী লীগ অফিসের পাশাপাশি জাসদ অফিস, টাউন ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, পোস্ট অফিস, মুজিব মঞ্চ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালসহ বেশকিছু স্থাপনা।

দীর্ঘসময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও, সেদিন পুলিশ যেমন ছিলো নিশ্চুপ, একইভাবে দলের নেতাকর্মীদেরও দেখা মেলেনি।

এসব ঘটনার মামলায় বেশ কয়েকজন আসামীর নাম নিয়ে প্রশ্ন উঠেছে। দলেরই ৩ নেতাকর্মীসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে করা হয়েছে আসামি।

পুলিশ সুপার জাকির হাসান জানান, বগুড়ায় টানা কয়েকদিনের সংঘর্ষ ও তাণ্ডবে একজন নিহত ছাড়াও, শতাধিক আহত হন। সেসব ঘটনায় দায়েরকৃত মামলায় ইতিমধ্যে ১৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে নিরাপরাধদের প্রমাণ সাপেক্ষে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন