১৫/০১/২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদিঘী ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মুশফিকুর রহমান (২১), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম লিংকন(২১) এবং একই উপজেলার উল্লা সোনাতলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোয়াইব হাসান (২৫)।

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে (ঢাকামেট্রো-ল-৫০-৪১৭৬) যোগে তিনজন যুবক বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে নওগাঁগামী একটি ট্রাক (ঢাকামেট্রো-ট-২২-৯০১৯) তাঁদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তিনজনের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদেরকে সংবাদ পাঠানো হয়েছে। তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বগুড়ায় ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে বাস চাপায় বাবা-ছেলে নিহত 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন