বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর স্কুলপাড়ায় দ্বিতীয় বিয়ের ঘটনাকে কেন্দ্র করে স্বামীকে বেঁধে লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী তানজিলার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় মো. রাজু (৪২) নামের ওই ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। রাজু পেশায় গাড়িচালক এবং বারপুর স্কুলপাড়া এলাকার হাচেন আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রায় এক বছর আগে রাজু দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী তানজিলার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। বুধবার রাতভর গাড়ি চালিয়ে সকালে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন রাজু। এ সময় তানজিলা ওড়না দিয়ে স্বামীর হাত-পা বেঁধে লিঙ্গ কর্তন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত তানজিলা পলাতক রয়েছেন। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার অনুমোদন বাতিলের আহবান


