বগুড়ায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে প্রতারণার অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ জুলাই) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত এই ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলাম এবং বগুড়া সদর সেনানিবাসের ক্যাপ্টেন সাজ্জাদ হায়দার।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির মালিক এমবিবিএস ডিগ্রিধারী হলেও নিজের নামের সঙ্গে ভুয়া উচ্চতর ডিগ্রি ব্যবহার করে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এ ছাড়া, সেখানে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রিহীন ব্যক্তিদের দিয়ে চিকিৎসা পরামর্শ ও রিপোর্ট প্রদান এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়। অভিযানে এসব অনিয়মের সত্যতা মিলেছে।
এ সকল অভিযোগের ভিত্তিতে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৩ লাখ ৬৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভুয়া ডিগ্রি ব্যবহার করায় ডা. এস কে সাজেদুল আলমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য নিয়ে এমন প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
পড়ুন : বগুড়ায় বন্ধুর বাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা হিরো আলমের, হাসপাতালে ভর্তি


