১৪/০১/২০২৬, ২১:৫৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২১:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, আরেকজন গুরুতর আহত

বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে শহরের সেউজগাড়ী ইসকন মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম হাবিবুর রহমান খোকন (৩৭)। তিনি শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। গুরুতর আহত বাঁধন (২৬) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার রাতে সেউজগাড়ী এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ইসকন মন্দিরের সামনে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। তারা দেখেন, অন্ধকারে কয়েকজন অজ্ঞাত যুবক ধারালো অস্ত্র দিয়ে দুই যুবককে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি মোটরসাইকেলের সামনে আইনজীবী লেখা স্টিকার রয়েছে।

জানা গেছে, হতাহত দুই যুবক ছাড়াও আরও ১০-১২ জন যুবক বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে খান্দার এলাকা থেকে সেউজগাড়ী হয়ে শহরে ফিরছিলেন। আগে থেকেই ওত পেতে থাকা কিছু যুবক তাদের মোটরসাইকেল বহর থেকে ওই দুই যুবককে ধরে ইসকন মন্দির সংলগ্ন অন্ধকার জায়গায় নিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।

এ ঘটনার পর দুই পক্ষের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বগুড়ায় মদ্যপানে চারজনের মৃত্যু, একজন হাসপাতালে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন