বগুড়ায় হত্যা ও মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার।
গ্রেপ্তার আব্দুল মতিন সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। তিনি বগুড়া শহর যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
ওসি ইকবাল বাহার বলেন, আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে কয়েকটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মতিন সরকারকে রোববার (২২ জুন) আদালতে হাজির করা হবে।
পড়ুন: বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
এস


