বগুড়া সদর থানায় পাহারার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে ১০ রাউন্ড শর্টগানের গুলি খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে ভোর ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।
রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত খোয়া যাওয়া গুলির কোনো সন্ধান পাওয়া যায়নি।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত বগুড়া সদর থানার সেন্ট্রি ডিউটিতে ছিলেন কনস্টেবল অসিত কুমার। দায়িত্ব পালনকালে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি থানা থেকে বের হয়ে সাতমাথা এলাকায় চা পান করতে যান। এ সময় তার কাছে থাকা ১০ রাউন্ড শর্টগানের গুলি খোয়া যায় বলে ধারণা করা হচ্ছে।
ভোর ৪টার দিকে দায়িত্ব হস্তান্তরের সময় কনস্টেবল নুরুজ্জামানকে বিষয়টি জানান অসিত কুমার। পরে রোববার সকাল থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও গুলির কোনো হদিস পাওয়া যায়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, “সদর থানার সেন্ট্রি ডিউটির সময় খোয়া যাওয়া গুলিগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ সংক্রান্ত প্রতিবেদন সদর থানা থেকে পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

