১৪/০১/২০২৬, ১৮:৪১ অপরাহ্ণ
22 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৮:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বগুড়ায় গ্রামীণ ব্যাংক উপ-শাখার সামনে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামীণ ব্যাংক উপ-শাখার সামনে থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলগুলো সংগ্রহ করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল আলম।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ ঘোষিত শাটডাউনের সময় অজ্ঞাত পরিচয় এক নারী গ্রাহক সেজে ব্যাংকের গেটের দক্ষিণ পাশে ককটেলগুলো রেখে যায়। মঙ্গলবার সকালে ব্যাংক শাখা ব্যবস্থাপক বিষয়টি লক্ষ্য করে থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ জানায়, উদ্ধার করা বিস্ফোরকগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনার পর এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ওসি সাইদুল আলম আরও জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্তে তদন্ত চলছে। এ ছাড়া এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

পড়ুন: ফুটবল মাঠে হামলায় উত্তাল কেন্দুয়া, মানববন্ধনে চার দফা দাবি

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন