জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে শহীদ খোকন পার্কে বগুড়া শহর জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, কর্মপরিষদ সদস্য অ্যাড. রিয়াজ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশে নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করছে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়নের জন্য পি আর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে তারা মত দেন।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পড়ুন: ঠাকুরগাঁওয়ে উন্মুক্ত পরীক্ষায় উন্মুক্ত নকল! প্রশাসন নীরব
দেখুন: পুঁজিবাজারে কোটিপতি বাড়ছে
ইম/


