29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ

দীর্ঘ প্রতীক্ষার পর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। আড়ৎগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। সাগরে প্রচুর পরিমাণ ইলিশসহ অন্যান্য মাছ ধরা পড়ায় হাসি ফুটেছে বোট মালিক ও জেলেদের মুখে। ক্রেতারা বলছেন, দামও কিছুটা সহনীয় পর্যায়ে।

দীর্ঘদিন ঝিমিয়ে থাকার পর আবারও চাঙ্গা হয়ে উঠেছে কক্সবাজার মৎস্য অবতরণকেন্দ্র।

৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে বাঁকখালী নদীর মোহনা দিয়ে ট্রলারভর্তি ইলিশ নিয়ে সাগর থেকে ফিরেছেন জেলেরা। প্রতিটি ট্রলারে দেখা গেছে জেলেদের মুখে হাসি। তারা বলছেন, সাগরে জাল ফেলতেই ধরা পড়ছে প্রচুর ইলিশ।

হাজার হাজার ইলিশ দেখে স্বস্তি ফিরেছে মৎস্য ব্যবসায়ীদের মাঝে। মাছের সরবরাহ স্বস্তিদায়ক। তবে বড় মাছের দাম একটু বেশি বলে জানান ব্যবসায়ীরা। 

ঘাটে ইলিশ তোলা, বরফ ভাঙা, ইলিশ সাজাতে দম ফেলার ফুরসত নেই জেলেদের। কাঙ্ক্ষিত দাম পেয়ে ট্রাকে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ইলিশের চালান পাঠাতে ব্যস্ত ব্যবসায়ীরা।

কক্সবাজারে দুই লক্ষাধিক জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা ৬৩ হাজারের বেশি। এছাড়া নিবন্ধিত ট্রলারের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন