দুই বছরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গড়ে উঠেছে ৮৩টি অটো চাল-কলসহ ছোট বড় ২৭৩টি কারখানা। এতে এলাকার পরিবেশ হুমকিতে, পাশাপাশি কৃষকেরা পড়ছে দুর্ভোগে।
পরিবেশগত আইনের তোয়াক্কা না করেই, সিরাজগঞ্জের রায়গঞ্জে ফসলি জমি, বসতি ও স্কুলের পাশেই অবৈধভাবে গড়ে উঠেছে ছোটবড় অসংখ্য চালকল। ফলে, ধোঁয়া ও বর্জ্যে ফসলি জমিসহ, বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এলাকার পরিবেশ। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও পাওয়া যায়নি কোন সুরাহা।
নিয়মনীতি না মেনেই স্থাপন ও উৎপাদন করছে কিছু প্রভাবশালী মহলের নেতারা। এমনই একটি চালক পরিদর্শনে উঠে আসে ভিতরের অনিয়মের চিত্র। শ্রমিকদের মধ্যে নেই স্বাস্থ্য সচেতনতা, নেই বর্জ্য পরিশোধনের ব্যবস্থা।
সৃষ্ট জলবদ্ধতায় গাছপালা ও পাকা ধানসহ ক্ষতি হচ্ছে এই এলাকার পরিবেশ। অভিযোগ স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান মিল মালিক।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও একই আশ্বাস দেন তারা।
যত্রতত্র মিল কারখানা বন্ধে জনমনে স্বস্তি ফিরবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
এনএ/