18 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

বড় ব্যবধানে জয়ের পথে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ প্রায় শেষ। এরইমধ্যে ভোটগ্রহণ শেষ হওয়া রাজ্যগুলো থেকে ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত ২৭৭টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন ডোলান্ড ট্রাম্প। অপরদিকে কমালা হ্যারিস পেয়েছেন ২২৬টি ইলেক্টোরাল ভোট।

আল জাজিরার পূর্বাভাস অনুযায়ী, টেক্সাস, কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, নর্থ ড্যাকোটা, সাউথ ডেকোটার মতো অঙ্গরাজ্যগুলোতে জিততে চলেছেন ট্রাম্প। অপরদিকে ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, রোড আইল্যান্ড, মেরিল্যান্ড, ডেলাওয়্যার, ইলিনয় ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমালা হ্যারিস।

প্রসঙ্গত, দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে। সেই রাজ্যগুলো হলো, উত্তর ক্যারোলিনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও অ্যারিজোনা।

বিবিসির খবর অনুযায়ী, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ছয়টি দোদুল্যমান রাজ্যের মধ্যে তিনটিতে এগিয়ে আছেন। সেখানে এখন পর্যন্ত জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়া থেকে ফলাফল আসতে শুরু করেছে।

অন্যদিকে কমলা হ্যারিস মিশিগানে এগিয়ে আছেন। সেখানে মাত্র ১৯ শতাংশ ভোট গণনা হয়েছে। এ ছাড়া অ্যারিজোনা ও উইসকনসিনে তিনি এগিয়ে আছেন।

ট্রাম্প ২০১৬ ও ২০২০ সালে নর্থ ক্যারোলাইনা জিতেছিলেন। অন্যদিকে জো বাইডেন ২০২০ সালে বাকি দোদুল্যমান রাজ্যগুলোয় জিতেছিলেন। তবে খুব যদিও অল্প ব্যবধানে।

এখনো পর্যন্ত কোনো দোদুল্যমান রাজ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। অর্থাৎ ফলাফল এখননো ভাগ্য নির্ধারণ করার মতো পরিস্থিতিতে নেই। কে এগিয়ে, কে পিছিয়ে তা প্রতি মিনিটে মিনিটে পরিবর্তিত হচ্ছে।

মার্কিন নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন