১৪/০১/২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বদলীর পরও কুমিল্লায় বহাল সেই এএসপি শামীম কুদ্দুছ, সাংবাদিককে মামলার হুমকি

বদলীর আদেশ কার্যকর হওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও কুমিল্লা ছাড়েননি অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শামীম কুদ্দুছ ভূঁইয়া। দিনাজপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে যোগদানের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি এখনও কুমিল্লাতেই দায়িত্ব পালন করছেন। বহাল থাকার বিষয় সাংবাদিকরা প্রশ্ন করলে মামলার হুমকি দেন কুমিল্লার চাঁদাবাজির অডিও ফাঁস কি আলোচিত এএসপি।

প্রতিবেদক বদলি কারন প্রসঙ্গে জানতে চাইলে শামীম কুদ্দুছ ভূঁইয়া বলেন,আমি অসুস্থ, আমি বক্তব্য দিতে পারবো না, আমার বিরুদ্ধে কোন নিউজ করলে মামলা করে দিব,সাংবাদিক সম্মেলন করব। আপনি নিউজ করেন আমি দেখে নিবো।

এর আগে সম্প্রতি দুটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটিতে তাকে ব্যক্তিগত কারণে দায়িত্বে অনীহা প্রকাশ করতে শোনা যায়। আরেকটিতে সার্জেন্ট ও ট্রাফিক ইন্সপেক্টরদের (টিআই) নির্দেশ দিতে শোনা যায়, বাসস্ট্যান্ড থেকে সংগৃহীত টাকা সরাসরি তার ঘনিষ্ঠদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

গত ২০ আগস্ট পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে শামীম কুদ্দুছ ভূঁইয়াকে কুমিল্লা থেকে বদলি করে দিনাজপুরে পাঠানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৬ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ৭ সেপ্টেম্বর থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি।

চলতি বছরের আগস্টে বিভিন্ন গণমাধ্যমে পরিবহন সেক্টরে চাঁদাবাজিসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। তবে এসব অভিযোগ তিনি ভিত্তিহীন দাবি করেছিলেন।

কুমিল্লা জেলা পুলিশ নজির আহমেদ বলেন, জনস্বার্থে তাকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত সাপেক্ষে যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের হুমকির বিষয় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন: জাতীয় চ্যাম্পিয়নশিপে ঢাকার বিপক্ষে জয় দিয়ে কুমিল্লার শুভসূচনা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন