28.2 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

বদলে গেল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। যার প্রেক্ষিতে গত মাসেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে করা হয়েছে জাতীয় স্টেডিয়াম। এবার আরও দুটি আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দেশের অন্যতম প্রধান ক্রিকেট স্টেডিয়াম। চট্টগ্রামের এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। আর নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম। রোববার (২৩ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে রিয়া গোপের। পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। তার নামানুসারেই ফতুল্লার স্টেডিয়ামটির নতুন করে নামকরণ করা হলো। এর আগে ধানমণ্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামও বদলে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স করা হয়েছে।

পড়ুন : ক্রীড়াঙ্গনে সিন্ডিকেট নিয়ে ক্রীড়া উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন