26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

বন্ধ ঘোষণার পরও হল না ছাড়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। অনেক বিশ্ববিদ্যালয়ে এমন ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তারা। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও হল না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। হল ছাড়ার নির্দেশনা না মেনে প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসুচি দিয়েছে রাবির শিক্ষার্থীরা। তবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে পরিস্থিতি এতোটাই বেসামাল যে দেশের সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি আবাসিক হল ছাড়ার ছয় ঘন্টার সময় বেধে দেয়া হয়েছে। যদিও তা না মানার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।

শুধু তাই নয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও হল ছাড়ার ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে হল না ছাড়ার ঘোষণা দেয় তারা।

এদিকে দুপুর ০৩ টার মধ্যে আবাসিক হল ত্যাগ এবং নিরাপদ আবাসস্থলে অবস্থান করার জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দেয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। প্রতিবাদে হল না ছাড়তে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের ৩টি হলের নারী শিক্ষার্থীরা।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে শহীদ হবিবুর রহমান মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রাবি শিক্ষার্থীরা। ছাত্রলীগ নেতা-কর্মীদের অন্তত ১২টি কক্ষ ভাঙচুর করেন। পরে  প্রশাসনিক ভবন ঘেরাও করে। এসময় তারা হল ত্যাগের নির্দেশ প্রত্যাহারসহ একাধিক দাবি জানান। ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ৫ দফা দাবি দেয় তারা।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়া নির্দেশনা না মেনে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন