১৫/০১/২০২৬, ২২:৪৪ অপরাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২২:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেলেন নাটোরের ফজলে রাব্বী

বন্যপ্রাণী সংরক্ষণ অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৫’-পেলেন নাটোরের ফজলে রাব্বী। বুধবার (২৫জুন) রাজধানীর বাংলাদেশ চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৫ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৫ অনুষ্ঠানে ফজলে রাব্বীর হাতে এই সম্মাননা প্রদান করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে গত বুধবার (১৮ জুন) জারীকৃত প্রজ্ঞাপন মোতাবেক চূড়ান্তভাবে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগরের মোঃ ফজলে রাব্বীকে মনোনীত করা হয়।

বিজ্ঞাপন

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে ২০১১ সাল থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন মোঃ ফজলে রাব্বী। তিনি উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় জনগণের সহযোগিতায় তার গ্রাম মাধনগরসহ আশপাশের গ্রামগুলোকে পাখি শিকারমুক্ত গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তার স্বপ্ন মাধনগরসহ আশেপাশের গ্রামগুলোকে জীববৈচিত্র্যে ভরপুর আদর্শ গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত করতে এলাকার উদ্যোমী করণ সমাজকে উদ্বুদ্ধপূর্বক গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা”। তিনি ও তার প্রতিষ্ঠান তাদের লালিত স্বপ্ন বাস্তবায়নে বিভিন্ন গনসচেতনতামূলক প্রচার-প্রচারনা (পোস্টার, ব্যানার, লিফলেট বিতরন, মাইকিং ইত্যাদি)। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে নিয়মিত আলোচনা ও তাগিদ প্রদান, বন্যপ্রাণী উদ্ধার অভিযান পরিচালনা, বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত সরঞ্জামাদি (জাল, ফাঁদ ইত্যাদি) উদ্ধার, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ, ভ্রামমান আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান, বৃক্ষরোপন কর্মসূচিসহ নান্যাবধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছারাও বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সংকাস্ত্র বিভিন্ন জাতীয় ও আন্তজাতিক দিবস সফলতার সাথে পালন করে আসছেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় সররাষ্ট্র উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, অর্থ উপদেষ্টা ডা.সালেহউদ্দিন আহম্মেদ প্রমুখ।

বক্তরা বলেন, এই সম্মাননা দেশের বন্য প্রাণী সংরক্ষণ, গবেষণা ও পরিবেশ শিক্ষায় জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াবে। পাশাপাশি,পরিবেশবান্ধব উদ্যোগকে অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এ কাজে উৎসাহিত করবে।

পড়ুন: পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

দেখুন: বিতর্কিত বয়ান | মুফতী মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরী 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন