27 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
বিজ্ঞাপন

বন্যাদুর্গত এলাকায় ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের শঙ্কা নেই

দেশের পূর্বাঞ্চলে দুর্গত এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানে ভারি বৃষ্টিপাত কমায় পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে। আবহাওয়ার পূর্বাভাসও বলছে, আগামী ২৪ ঘণ্টায় বন্যাদুর্গত এলাকায় ভারি বৃষ্টিপাতের শঙ্কা নেই।

গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ এখন পানিবন্দি। এসব এলাকার প্রধান নদীসমূহের পানি ধীরগতিতে হ্রাস পাচ্ছে।

আগামী তিন দিনে বন্যা দুর্গত এলাকা ও এর উজানে বৃষ্টিপাত আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে সেসব এলাকায় নেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতের ত্রিপুরা রাজ্য এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলায়ও ভারী বৃষ্টি হয়নি। এতে উজানের নদ-নদীর পানি সমতলে কমছে। ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে।

দেশের উত্তরাঞ্চলে এই মুহূর্তে বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন