আফ্রিকার পূর্বাঞ্চলে তানজানিয়ায় কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই লাখেরও বেশি মানুষ।
জানা গেছে, দেশটির উপকূলীয় অঞ্চল ও রাজধানী দার এস সালামে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়। এ কারণে দুই সপ্তাহের ব্যবধানে মৃত্যুর সংখ্যা বেড়েছে।
প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া পার্লামেন্টে বলেছেন, এল নিনোর জলবায়ুর ধরন চলমান বর্ষা মৌসুমে আরও খারাপ হয়েছে, যার ফলে সৃষ্ট বন্যায় রাস্তা, সেতু ও রেলপথ ধ্বংস হয়েছে। বন্যায় প্লাবিত স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং জরুরি সেবা বিভাগগুলো পানিবন্দি লোকজনকে উদ্ধার করেছে।
মাজালিওয়া নিচু এলাকায় বসবাসকারীদের উঁচু স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছেন এবং যাদের বাড়িঘর ভেসে গেছে তাদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের বিষয়টি নিশ্চিত করতে জেলা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃষ্টিতে ৫১ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।