দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, পানিবন্দি অনেক মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বাসাবাড়িতে এখনো পানি রয়েছে। দেখা দিয়েছে ব্যাপক ভোগান্তি। কোথাও কোথাও দেখা দিয়েছে নদীভাঙন।
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রায় তিন সপ্তাহ ধরে পানিবন্দি লক্ষাধিক পরিবার। নদী তীরবর্তী এলাকার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে থাকলেও, হাওর এলাকায় এর ভিন্ন রূপ। হাকালুকি হাওরের তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
টাঙ্গাইলে ৩ নদীর পানি বিপৎসীমার উপরে। ক্রমেই অবনতি হচ্ছে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির। উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিপাতের কারণে গত ২৪ ঘণ্টায় জেলার সব নদীর পানিই বেড়েছে।
দুর্গত এলাকায় খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও সহায়তা দিতে দেখা গেছে। তবে তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ আছে।
ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের টানা বৃষ্টিতে টাঙ্গন নদীর পানির স্রোত ঢুকে পড়েছে নিচু এলাকাগুলোতে। এতে পানিবন্দি প্রায় আড়াই হাজার পরিবার।
শুধু ভরা বর্ষায় নয়, এর পরও ক্ষতিগ্রস্তদের দিকে নজর দেয়া ও সহায়তার হাত বাড়ানো জরুরি, বলছেন ভুক্তভোগীরা।