ভারত থেকে নেমে আসা পানি ও ভারি বৃষ্টিতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামসহ বেশকিছু জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। ডুবে গেছে বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, ফসলি জমি ও বহু ব্যবসা প্রতিষ্ঠান। বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। ইতোমধ্যে কিছুকিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটলেও দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এমন পরিস্থিতিতে, বন্যার্তদের সহযোগিতায় নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসব জেলার বন্যা দুর্গতদের সহায়তায় ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশ নেন রাজধানীর নিকুঞ্জ দুইয়ের বাসিন্দারা।

সমাজকল্যাণ ঐক্য পরিষদ, নিকুঞ্জ, খিলক্ষেত- ব্যানারে সংগ্রহ করা ত্রান নিয়ে বন্যার্তদের পাশে দাড়িয়েছেন । এই উদ্যোগে নিকুঞ্জ দুইয়ে বসবাসরত ছাত্র, নাগরিক, পেশাজীবী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধি অংশ নেন।