বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিসিবি ও জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। সেই সাথে এই কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান জাতীয় দলের তারকারা। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। ক্রিকেটারাও কাজ করছেন অসহায় মানুষদের জন্য।
স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের পূর্বাঞ্চল। আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার, পানির সংকট আরও তীব্র হচ্ছে। মারাও গেছেন বেশ কয়েকজন। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।
এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। নতুন করে দায়িত্ব নেওয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার পাশাপাশি অন্যান্য মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
জাতীয় দলের ওপেনার তামিম আহ্বান জানিয়েছেন কাধে কাধ মিলিয়ে কাজ করার কথা। পাকিস্তান থেকে আর্তনাদ করছেন তাসকিন আহমেদ। ক্ষতিগ্রস্থদের উদ্ধারে অর্থনৈতিক সাহায্য করবেন বলে জানান এই পেসার। অলরাউন্ডার সাইফ উদ্দিন ফেনির বাসিন্দ। বন্যায় আটকা পড়েছেন তিনিও।
বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পরিদর্শনে গেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে থাকা অসহায় মানুষদের খোঁজ-খবর নেন এবং তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও এনামুল হক বিজয় ফেসবুকে লিখেছেন, বন্যার্ত মানুষের আর্তনাদ দেখে নিজেকে কোনোভাবেই শান্ত রাখতে পারছি না। নুরুল হাসান সোহান লিখেছেন, এই ছবি দেখার পর নিজেকে সম্পূর্ণ অসহায় লাগতেছে। তাওহীদ হৃদয় লিখেছেন সাহায্যের জন্য বন্ধুদের পাঠিয়েছি। এই সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।