সিলেট অঞ্চলে বন্যার পানি কমলেও, বেড়েছে দেশের উত্তরাঞ্চলে। এদিকে, পাহাড়ি এলাকায় আবারো দেখা দিয়েছে পাহাড় ধস। আজ বুধবার (৩ জুলাই) সকালে কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসের ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ২ জন।
ভারি বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে, পৃথক পাহাড়ধসে দুইজনের মৃত্যু হয়েছে। যাদের মধ্য একজন শিশু। এতে আরও তিনজন আহত হয়েছেন। ভোরে উখিয়ার ৮ ও ৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ির দীঘিনালার বন্যা পরিস্থিতি অপরিবর্তি। মেরুং ইউনিয়নের ২০টি গ্রামের মানুষ পানিবন্দি। রাঙামাটির লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ।
রাঙ্গামাটির বাঘাইছড়ির বন্যা পরিস্থিতিও আগের মতই। পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হয়েছে কৃতিত্ব চাকমা নামের এক স্কুলছাত্র। ৫৫টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন কয়েকশ মানুষ।
এদিকে, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার উপরে। নিচু এলাকার প্রায় ৮০টি চর-দ্বীপচরে পানি ঢুকেছে। দুধকুমার ও তিস্তা নদীর পানিও বিপৎসীমার খুব কাছে।
সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত রাতে বৃষ্টি না হওয়ায়, সুরমার পানি কমেছে। তবে, নিচু এলাকায়, লোকালয়ে ও রাস্তাঘাটে পানি জমে আছে।