28 C
Dhaka
বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
spot_imgspot_img

বরিশালে ঘুষ নেয়ার অভিযোগে ৩ প্রিজাইডিং অফিসার আটক

বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচন ঘিরে, ঘুষ লেনদেন ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘুষ নেয়ার অভিযোগে ৩ প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। এদিকে, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। আহত হয়েছেন কয়েকজন।

দেশের কয়েকটি পৌরসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বরিশালে তিন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের আটক করেছে পুলিশ।   

অভিযুক্তরা হলেন, প্রিজাইডিং অফিসার গৌরনদী সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র।

এ‌দি‌কে, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মোবাইল ফোন মার্কার প্রার্থী ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনের সমর্থক ও নারিকেল গাছ মার্কার প্রার্থী আলাউদ্দিন ভূইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। আহত বেশ কয়েকজন।

এই উপনির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডে ভোট নেয়া হয়েছে ১৪টি কেন্দ্রে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন