১৫/০১/২০২৬, ৪:৪০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৪:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাঁশখালীতে মাদকাসক্ত পুত্রের ছুরিকাঘাতে পিতা খুন,পুত্র আটক

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকার জন্য পিতাকে কুপিয়ে খুন করেছে পুত্র।
উক্ত ঘটনায় অভিযুক্ত ছেলে তপন রুদ্র (২০)কে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের রুদ্র পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।গুরুতর আহত পিতা দুলাল রুদ্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুলাল রুদ্রের ছেলে তপন রুদ্র স্থানীয় মিয়ার দোকানে একটি সেলুন চালাতেন। পরে দোকান হারিয়ে দীর্ঘদিন বেকার হয়ে পড়ে সে। এসময় মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবারে অভাব-অনটন আরও বেড়ে যায়। ঘটনার দিন সন্ধ্যায় তপন রুদ্র পিতার কাছে টাকা দাবি করে। পিতা টাকা দিতে রাজি না হওয়ায় পিতা-পুত্রের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে, এতে দুলাল রুদ্র গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চমেকে প্রেরণ করেন। রাতেই সেখানে তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “পিতাকে হত্যার ঘটনায় তপন রুদ্রকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: দুর্গাপুরে জুলাই আন্দোলনে নিহত ৪ শহীদের স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

দেখুন: পাাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্বে হটহেডেড মনোভাব!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন