সংযুক্ত আরব আমিরাত থেকে জাসেদুল ইসলামের প্রতিবেদন-
সংযুক্ত আরব আমিরাতে রং-বেরঙের বাংলাদেশি পাঞ্জাবিতে সয়লাব বিভিন্ন মার্কেট। দেশের মত প্রবাসেও জমে উঠেছে ঈদ বাজার। ক্রেতার উপচেপড়া ভিড় এখন বিপনি-বিতানগুলোতে। বাংলাদেশি মালিকানার দোকানে প্রবাসীদের সঙ্গে স্থানীয়রাও যাচ্ছেন পছন্দের পোশাক কিনতে। ঈদে বাঙালি সংস্কৃতির অন্যতম ধারক পাঞ্জাবির বিকল্প নেই বললেই চলে। দোকানিরা বলছেন, তরুণদের রুচিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ থেকে নেয়া হয়েছে বাহারি পাঞ্জাবি।
সাধ্যের মধ্যে ঈদের পোশাক কেনার সুযোগ করে দিতে কিছু প্রতিষ্ঠানে রয়েছে বিশেষ মূল্য ছাড়। আমিরাতে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের পাঞ্জাবির সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে বাংলাদেশি পাঞ্জাবি। চাহিদাও বেড়েছে। দেশের মত প্রবাসেও বাংলাদেশিরা কেনাকাটার জন্য ছুটছে এক বিপনি-বিতান থেকে আরেক বিপনি-বিতানে। বিভিন্ন মার্কেটে কর্মরত প্রবাসী বিক্রয়কর্মীরা জানিয়েছেন, এবার অনেক রকমের পাঞ্জাবি এসেছে।
আরব আমিরাতে দিন দিন বেড়েই চলেছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা। তার সঙ্গে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদাও। ক্ষুদ্র ব্যবসায়ীদের এই ধারা অব্যাহত থাকলে আমিরাতের বিভিন্ন শপিংমলে বাংলাদেশি পণ্যের সমাহার দেখা যাবে বলে আশা সংশ্লিষ্টদের।