19 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে যুক্তরাজ্যের: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে যুক্তরাজ্যের। এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে কীভাবে সহায়তা করতে পারে দেশটি, সেটি জানতে চেয়েছে।’

আজ রবিবার (১৭ নভেম্বর) ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি যদি বলি নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই তাহলে সঠিক কথা বলা হবে না। যুক্তরাজ্য আমাদের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। তারা জানতে চেয়েছে কীভাবে আমাদের সহায়তা করতে পারে। আমি বলেছি, এখানে আমাদের কারও রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই।’

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে সরে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য, এখন যেটুকু সময় লাগে। কারণ, কতগুলো কমিশন কাজ করছে। তাদের প্রতিবেদন পেলে আমরা বুঝতে পারব কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব।’

তৌহিদ হোসেন

এনএ/

আরও পড়ুন: যেভাবে হয় যুক্তরাষ্ট্রের নির্বাচন
দেখুন: ফারুকী কিভাবে উপদেষ্টা হয় প্রশ্ন সারজিসের
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন