16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শেষে এবার প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল রাত সাড়ে নয়টায়। তিন ম্যাচের সিরিজ হারলেও এই ম্যাচে জিততে চায় টাইগাররা। সেইসাথে বিশ্বকাপের শেষ প্রস্তুতি রাঙানোর সুযোগ শান্তদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩ ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজও খুইয়েছে শান্তর দল। দুঃস্বপ্নের সিরিজ শেষে বাংলাদেশ দল এখন ডালাসে। প্রথমদিন ঐচ্ছিক অনুশীলনে টাইগারদের দেখা গেছে খুব সিরিয়াস।

ডালাসের প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামীকাল প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে সাকিব-শান্তরা। তাই ডালাসের মাঠে অনুশীলন সেরে নিল শান্তরা। ব্যাট হাতে ঝালাই করে নিলেন সৌম্য-লিটনরা।

এদিকে বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে স্কোয়াডের গ্রুপ ছবি আকারে প্রকাশ করা হয় বিশ্বকাপের জার্সি। চিরায়ত নিয়ম মেনে জার্সিতে প্রাধান্য পেয়েছে গাঢ় সবুজ রঙ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন