এতদিন বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার ছিলেন অলরাউন্ডার মোহাম্মদ রফিক। এবার তাকেও ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন রফিককে ছাড়িয়ে এখন দেশের হয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার সাকিব।
সাকিবের বয়স এখন ৩৭ বছর ১৮১ দিন। রফিক ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের সর্বশেষ টেস্টটি খেলেছিলেন। চট্টগ্রামে খেলা টেস্টে তখন তার বয়স ছিল ৩৭ বছর ১৮০ দিন।
এমনিতে সার্বিকভাবে সবচেয়ে বেশি বয়সে টেস্টে খেলা ক্রিকেটার হলেন ইংল্যান্ডের উইলফ্রেড রোডস। এই ইংলিশম্যান আবার লম্বা টেস্ট ক্যারিয়ারেরও মালিক (৩০ বছর ৩১৫ দিন)। উইলফ্রেড তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন কিংসটনে ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তখন তার বয়স ছিল ৫২ বছর ১৬৫ দিন।