১৫/০১/২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল মেহেরপুর থেকে: ড. বদিউল আলম মজুমদার

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বাংলাদেশের প্রথম যাত্রা শুরু হয়েছিল মেহেরপুর থেকে। তাই মেহেরপুরকে দেশের এক নম্বর জেলায় পরিণত করতে চাই। এ জন্য আমরা গর্বিত।

তিনি বলেন, মেহেরপুরের স্বাস্থ্য, শিক্ষা, পয়ঃনিষ্কাশন ও অর্থ-সামাজিক উন্নয়নে সারা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করা উচিত। গাংনীতে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ছাপ গোটা মেহেরপুর জেলাতেই দেখতে চাই। তিনি আরও আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের শ্রম ও প্রচেষ্টায় একদিন মেহেরপুর উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছাবে। সরকারি সব কর্মকর্তা এই উন্নয়নে সহযোগিতা করবেন বলেও তিনি বিশ্বাস প্রকাশ করেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ৭৫ কোটি টাকা ব্যায়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৮ তলা নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভবন উদ্বোধনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোখলেসুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইউ সচিব মোঃ কামাল উদ্দীন, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোঃ আবু জাফর, খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোঃ মজিবুর রহমান এবং খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক।

এছাড়া এনসিপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক মুখ্য সমন্বয়ক এডভোকেট শাকিল আহমেদ,মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খান আহমেদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুর সালাম, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. এ.কে.এম. আবু সাইদ, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শারিয়ার শাইলা জাহানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে মেহেরপুর জেলায় আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পড়ুন :মেহেরপুরের মুজিবনগর সীমান্তে একই পরিবারের চার জনকে পুশইন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন