31 C
Dhaka
বুধবার, মার্চ ১৯, ২০২৫

বাংলাদেশের সংস্কার এজেন্ডায় কাতারের সমর্থন

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে কাতার। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ ঘোষণা দেন ধনী উপসাগরীয় রাষ্ট্র কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি।

এসময় বাংলাদেশকে কাতার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান আল-কাহতানি। জবাকে কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কাতারের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ ও তাদের কারখানা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তরের আহ্বান জানান।

বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই কাতারের ব্যবসায়ীরা এখানে এসে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করুন। ঢাকা আগামী এপ্রিলের শুরুতে একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করবে বলেও জানান তিনি।

কাতারি রাষ্ট্রদূত এই আমন্ত্রণের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করে বলেন, তার দেশ থেকে আরও ব্যবসায়ী খুব শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন।

অধ্যাপক ইউনূস এসময় তার সরকারের সংস্কার এজেন্ডা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ পরিচালনার জন্য গঠিত ঐক্যমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, আগামী মাসে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গ্যাসসমৃদ্ধ উপসাগরীয় দেশ কাতার সফর করবেন।

পড়ুন : নির্বাচন-সংস্কার নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন