বাংলাদেশে উপস্থিতির ৭৫ বছর উদযাপন করছে আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থা কেয়ার বাংলাদেশ।
সকালে সংস্থাটির ঢাকা কার্যালয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাশ প্রতিষ্ঠানটির সমৃদ্ধ ইতিহাস, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। ১৯৪৯ সালে এদেশে কার্যক্রম শুরু করে কেয়ার। ১৯৭১ সালে স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্থাটি।