প্রবল ঘূর্ণিঝড় রিমাল স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। দুপুরের পর এটি ভারতের আসামের দিকে চলে যাবে। সকালে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিংয়ে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান।
তিনি জানান, উপকূলীয় এলাকা এখন অশান্ত রয়েছে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেতের আওতায় আছে। ভোর ৬টা পর্যন্ত ঢাকায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে উল্লেখ করে জানান ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমে যাবে। তবে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ অঞ্চলে আজ ও আগামীকাল বৃষ্টিপাত থাকবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে, তবে তাপপ্রবাহ হবে না বলে জানান তিনি।