টেস্ট ক্রিকেটের জন্য আলাদা পরিকল্পনা না থাকলে অবনতিটাই বেশি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল। টাইগাররা টেস্টের জন্য কতোটা প্রস্তুত- সেই প্রশ্নও তুলেছেন আরেক সাবেক ক্যাপ্টেন খালেদ মাহমুদ সুজন।
ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই টেস্টে শোচনীয় হার দেখল বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে প্রথম টেস্টে ৩২৮ রান এবং দ্বিতীয় টেস্টে পরাজয় ১৯২ রানে। এমন ব্যর্থতার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেই ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন।
শান্তর পথেই হাঁটছেন সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল। আক্ষেপ করে জানালেন, ঘরোয়া ক্রিকেটে যারা ভালো পারফর্ম করেন, তারাই সুযোগ পান না টেস্ট দলে। টেস্ট ক্রিকেটের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আলাদাভাবেই তৈরি করা উচিত বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন।