১৫/০১/২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ

প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমানকাল থেকে বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করে আসছে। এটি আমাদের জন্য একটি গৌরবের বিষয় এবং এই গৌরবকে আমাদের ধরে রাখতে হবে।

তিনি বুধবার (১ অক্টোবর) রাতে নরসিংদী শহরের বাগ বিতান ক্লাব দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। পরে তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, নরসিংদী ডিডিএলজি ও নরসিংদী পৌরসভার প্রশাসক মো. মনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে প্রথমে শহরের বাগ বিতান ক্লাব দুর্গা মন্দির (গোপিনাথ জিউর আখড়া ধাম) পরিদর্শনে গেলে তাঁকে স্বাগত জানান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাস, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দীপক কুমার বর্মন প্রিন্স, গোপিনাথ জিউর আখড়া ধামের সভাপতি বিনয় সাহা প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন :সাবেক শিল্পমন্ত্রীর শেষ বিদায়ে নরসিংদীতে মানুষের ঢল, পারিবারিক কবরস্থানে সমাহিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন