32 C
Dhaka
সোমবার, মার্চ ২৪, ২০২৫

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের উদ্বেগের কথা বললেন তুলসি গ্যাবার্ড

বাংলাদেশের পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে যুক্তরাষ্ট্র। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন ও সহিংসতা নিয়েও দেশটির উদ্বেগ আছে।

আজ সোমবার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক সাক্ষাতকারে মার্কিন গোয়ান্দা বাহিনীর প্রধান তুলসী গ্যাবার্ড উদ্বেগের কথা জানান। তার মতে ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ইসলামি সন্ত্রাসবাদ রুখতে প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড। তিনি ভারতীয় বংশোদ্ভূত না হলেও হিন্দু ধর্মের অনুসারী। বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থন করে এসেছেন গ্যাবার্ড। সম্প্রতি ভারত সফরে এসেছেন তিনি। আজ সাক্ষাৎকার দিয়েছেন ভারতের গণমাধ্যম এনডিটিভিকে।

বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর তথাকথিত নির্যাতন নিয়েও তিনি কথা বলেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। এ বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগের কথা জানান তিনি।

এনডিটিভিকে তুলসি গ্যাবার্ড বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে।

মার্কিন গোয়েন্দা প্রধান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামি সন্ত্রাসবাদের পেছনে যে আদর্শ কাজ করে তা চিহ্নিত করতে এবং এই আদর্শ ও তাদের সন্ত্রাসী কার্যক্রমকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এনএ/

দেখুন: বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা, ভারতের দাদাগিরি শেষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন