বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৯নং- ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ মোঃ শফিউল আলম শফি । বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এর নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যগনের সংবর্ধনা ও শপথ গ্রহণ অনুষ্টানে আলহাজ মোঃ শফিউল আলম শফিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এমন খবরে খুশি সুশীল সমাজসহ সাধারণ জনগণ।
জানা গেছে,গ্রামীণ জনগোষ্ঠীর সেবা প্রদানকারী বাংলাদেশের ৪৫৭১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের একটি অরাজনৈতিক সংগঠন “বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম” (বিইউপিএফ)। সংগঠনটি ২০০৩সালে প্রতিষ্ঠিত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগনের সর্ববৃহৎ সংগঠন প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের উন্নয়ন, শক্তিশালী করণে, নানা বিষয়ে কাজ করে আসছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নতুন সদস্যদের শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২০ ডিসেম্বর-২০২৫ইং শনিবার সকাল ১০.৩০টায় অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এর সাংগঠনিক কার্যক্রম অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হবে এবং নতুন কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সকল জনপ্রতিনিধিদের সংগঠন (বিইউপিএফ) কে শক্তিশালী করতে, কেন্দ্রীয় সকল জনপ্রতিনিধিদেরকে সংবর্ধনা ও শপথ গ্রহণ অনুষ্টানে উপস্থিত থেকে সহযোগীতা করার জন্য সবিনয়ে আহ্বান জানিয়েছেন বিইউপিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ নাজির হোসেন
এবং বিইউপিএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিয়া । এদিকে
ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি বিইউপিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি
মনোনীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষজন।
এ বিষয়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সহ- সভাপতি ও চেয়্যারম্যান আলহাজ্ব মোঃ শফিউল আলম শফি বলেন,মানুষের ভালোবাসা ও পাশে থাকার প্রচেষ্টা মানুষকে সম্মানিত করে।এ অর্জন আমার একার নয়,এ অর্জন আমার সকল শুভাকাঙ্ক্ষীর।দেশবাসীর কাছে আমার চাওয়া জীবনের শেষ মহুর্ত পর্যন্ত যেন মানুষের পাশে থাকি,ভালো কাজের সাথে থাকি।
পড়ুন- কক্সবাজারে ৩ দিনব্যাপী ‘অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন অ্যান্ড বিচ কার্নিভ্যাল-২০২৫’ শুরু
দেখুন- রাজারবাগ পুলিশ লাইনে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা


