কুষ্টিয়া-৩(সদর) আসনে বিএনপির সংসদ সদস্য(এমপি) প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী প্রচারণায় নিয়মিত মুখ হয়ে উঠেছেন স্ত্রী ওয়াং লিনা।
স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ গ্রহণ ছাড়াও বাংলা ভাষায় দিচ্ছেন বক্তৃতাও। গতকাল মঙ্গলবার আব্দালপুর এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠকে স্ত্রীর ধানের শীষে ভোট চাওয়ার একটি ভিডিও ফেসবুকে নিজেই পোষ্ট করেছেন জাকির হোসেন সরকার। সেখানে ক্যাপশনে লিখেছেন আবেগঘন পোষ্ট। লিখেছেন “কোনকালে একা হয়নিকো জয়ী,পুরুষের তরবারী; প্রেরনা দিয়েছে,শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী”।
৫৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে চীনা বংশোদ্ভূত ওয়াং লিনাকে ভাঙা বাংলায় বলতে শোনা যায়,আমার হাজবেন্ড বুয়েট ইন্জিনিয়ার। তিনি ভালো,ইনশাল্লাহ। ভালো দিনক্ষণ আসছে আর সমস্যা নেই। আপনারা সবাই আমার হাসবেন্ড ইন্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ধানের শীষে ভোট দেন।
গতকাল মঙ্গলবার রাতে জাকির হোসেন সরকারের ভেরিফাইড ফেসবুকে পোষ্ট করা ভিডিও ক্লিপের কমেন্টে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।
প্রসঙ্গত,ধানের শীষ প্রতিকের প্রার্থী জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব। তিনি বিএসসি ইন্জিনিয়ার(বুয়েট)। ২০১৪ সালে বিএনপির দলীয় সমর্থনে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সরকার স্টীলের মালিক এই শিল্পপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩(সদর) আসন থেকে দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচন করেন। সে সময় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।
পড়ুন- নিরপেক্ষ দায়িত্ব পালনে রাষ্ট্রের ঋণ শোধের আহ্বান ডিসি জাহিদুলের


