22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বাংলা ব্লকেইড কর্মসূচীতে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ক্লাশ পরীক্ষা বর্জন করে রাজপথে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলে মিছিলে উত্তাল বিভিন্ন ক্যাম্পাস। আজ সারা দেশে একযোগে পালন করবে বাংলা ব্লকেইড কর্সূচী। ইতিমধ্যে বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

এক সপ্তাহ ধরে আন্দোলনে কোটা বিরোধী শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে এখনো কোন আলোচনার কথা বলা হয়নি। এর প্রেক্ষিতে সরকারকে চাপে রাখতে বড় কর্সূচি বাংলা ব্লকেইড ঘোষণা করা হয়।

এই কর্সূচীর সমর্থনে ইতিমধ্যে বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এতে করে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সকাল দশটার পর থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়ে নগরের ২ নম্বর গেট এলাকায় এসে সড়ক অবরোধ করেন তাঁরা।

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন