সংবাদ সংগ্রহে ইতালির পালেরমো গমণ উপলক্ষ্যে সংক্ষিপ্ত মতবিনিময় সভা ও সংবর্ধনার আয়োজন করেছে ইতালি পালেরমো সিসিলি বিএনপি শাখা।
পালেরমোর একটি স্থানীয় মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক উপদেষ্টা সেলিম উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মাসুদ আকন এর পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সাংবাদিকতার পেশাগত দায়িত্ব ও প্রবাসে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, প্রবাসে বাংলাদেশি সাংবাদিকদের ভূমিকা দেশের ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা শামীম আহমেদ, আমিরুল সরকার, আমির আলী, মাহতাবুর রহমান চৌধূরি, হাসান জামাল তালুকদার, বোরহান উদ্দিন, মনুয়ার হোসেন, আব্দুল মতিন, সেবুল নয়ন, আবজাল জাগীরদার, রঞ্জু মিয়া এছাড়াও দলমত নির্বিশেষে বিয়ানীবাজার ঐক্য পরিষদ, সিলেট বিভাগ ঐক্য পরিষদ, বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম পালেরমো।
মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ প্রসঙ্গে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে বিদেশে পাঠানো ব্যালট পেপারের নকশা ও কাঠামোতে পক্ষপাতিত্ব রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে মিনহাজ হোসেনের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পড়ুন- জামালপুরের পাঁচ আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন


