24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

বাইরের চিন্তা মাঠে আনেন না সাকিব: ফাহিম

খেলার মাঠে বাইরের চিন্তা আনেননা সাকিব আল হাসান। যতই চাপ থাকুকনা কেন ব্যাট-বলটা করে যান স্বাভাবিকভাবেই। শিষ্যকে নিয়ে এমন মন্তব্য করেছেন, বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। সাকিবের মামলার চাপ মাথায় থাকলেও সেটি খেলায় কোন প্রভাব পরবেনা বলেও জানান এই কোচ।

বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে নাজমুল আবেদীনের সম্পর্কটা গুরু–শিষ্যের। বিসিবিতে কোচিং করানোর সুবাদে সাকিবকে দেখেছেন খুব কাছ থেকে। সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার হলেও নানা সমস্যায় সমাধান পেতে ছুটে এসেছেন ফাহিমের কাছে।

তবে এবার সমস্যাটা ক্রিকেটের বাইরের। হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিবকে। শঙ্কায় পড়ে গেছে তার ক্যারিয়ারও। তবে এসব যে মাঠের সাকিবের ওপর তেমন কোনো প্রভাব ফেলে না তা জানান দেয় পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টে সাকিবের পারফরম্যান্স।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের বিপক্ষে বল হাতে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক তিনি। সেই সাকিবের কঠিন মানসিকতার প্রশংসা করেছেন ফাহিম।

সাকিবের মামলার চাপ মাথায় থাকলেও সেটি খেলায় কোন প্রভাব পরবেনা বলেও জানান এই কোচ।

আদালত নিষেধাজ্ঞা না দিলে খেলা চালিয়ে যেতে সমস্যা হবেনা সাকিবের। পাকিস্তানের বিপক্ষে তাই দ্বিতীয় টেস্টেও দেখা যাবে এই অলরাউন্ডারকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন