গাইবান্ধার সাদুল্যাপুরে দোকানের পন্য বাকি না দেয়ায় দোকান মালিককে গুলি করেছে মাদকাসক্ত গোলাপ মিয়া। এসময় দোকান মালিক ওয়াসিম মিয়া ও তার ভাবী সেলিনা বেগম গুলিবিদ্ধ হন। আজ বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার খোদ্দকোমর পুর নাপিতের হাটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা গুলিবিদ্ধদের আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সাদুল্যাপুর উপজেলার ঈদুলপুর গ্রামের তয়েজ মিয়ার ছেলে মাদক সেবী গোলাপ মিয়া বাড়ির পাশের দোকানে গিয়ে বাকিতে পন্য চান। দোকান মালিক তা দিতে অপারগতা স্বীকার করে। এ নিয়ে দুই জনের মধ্য বাক-বিতর্কের হয়। এক পর্যায়ে গোলাপ মিয়া বাড়ি গিয়ে আগ্নেয় অস্ত্র নিয়ে এসে দোকানীকে গুলি করে। এসময় দোকান মালিক ওয়াসিম মিয়াসহ সেলিনা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার বলেন, এ ঘটনার শোনার পর পরই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। অপরাধীকে ধরতে অভিযান চলছে। তবে দ্রুত সময়ে মধ্য তাকে যেন গ্রেফতার করা যায় এ বিষয়ে মাঠ পর্যায়ে পুলিশ কাজ করছে।
পড়ুন : গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে অ্যাম্বুলেন্স, চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল দোকানদারের


