নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরার লক্ষণ নেই। প্রতিনিয়ত বাড়ছে কোন না কোন পণ্যের দাম। আলু পেঁয়াজের পরে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে ডাল ও তেলের দাম। কেজিতে দশ থেকে বিশ টাকা বেড়েছে ডালের দামে। ইলিশের দামও চড়া। যদিও সামান্য কমেছে সবজির দর।
শীতের বাজারেও ঘামছে মানুষ। নিত্যপণ্যের বাজারে কবে স্বস্তি ছিলো তা ভুলতে বসছে প্রায় সবাই। পণ্যের দাম কমাতে সরকার শুল্ক হার কমালেও নেই সুফল। বাজার যেন রীতিমতো এক পাগলা ঘোড়া।
আলু পেঁয়াজের পরে সপ্তাহ ব্যবধানে পাঁচ টাকা বেড়েছে চিনি ও তেলের দাম। প্রতি লিটার পাম ওয়েল সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০ করে। শুল্ক ছাড়ের বালাই নেই ডালের দরেও। প্রকারভেদে কেজিতে বেড়েছে দশ থেকে বিশ টাকা।
সরকারের বেধে দেয়া দামে বাজারে ডিম মিললেও সপ্তাহ ব্যবধানে আরেক দফা বেড়েছে মুরগী দাম। ব্রয়লার ১৯০ থেকে ২০০ আর সোনালী পেরিয়েছে ৩০০ এর ঘর। ২৩ দিন পরে বাজারে ইলিশ আসলেও তা ক্রেতার সাধ্যের বাহিরে। বড় সাইজের ইলিশ কিনতে গুনতে হবে আড়াই হাজার টাকা।
শীতকালীন সবজির আগমনে কিছুটা কমেছে সবজির দাম। তবে এখনো আসেনি ক্রেতা নাগালে। একমাত্র পেঁপে ছাড়া পঞ্চাশ টাকার নিচে নেই কোন সবজি। বেগুন, টমেটো, গাজর, সিম বরাবর ন্যায় শতকের ঘরে। এছাড় বাকি সব সবজি মিলবে ৬০ থেকে ৮০ টাকায়।
নিত্য পণ্যের বাজার ক্রেতা নাগালে আনতে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার দাবী সাধারণ মানুষের।
এনএ/