22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বাড়তি দামের মাছ, মাংসের বাজারে কিছুটা স্বস্তি সবজিতে

মাছ মাংসের বাড়তি দামে কিছুটা স্বস্তি দিচ্ছে সবজির বাজার। স্বস্তি বললেও এক মুলা জাতীয় সবজি ছাড়া কোন সবজিই মিলে না ৫০ টাকার নীচে। ব্রয়লার মুরগী কেজি প্রতি বেড়েছে ২০ টাকা করে সপ্তাহ ব্যবধানে। কোন মাছই নেই ২০০ টাকার নীচে। ক্রেতা বলছেন স্বস্তি নেই মাছ মাংসে।

সরকার ব্রয়লার মুরগী ১৭৫ টাকা ৩০ পয়সা বেধে দিলেও আবারও ২০ টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ২২০ টাকায়। বিক্রেতার বলছেন, প্রায় প্রতি জাতের মুরগীতে কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। গরুর মাংসেও নেই স্বস্তি।

আগে পাঙ্গাশ আর তেলাপিয়া মাছ কিনতে পাওয়া যেতো ২০০ টাকা বা তার কমে। এখন বাজারে সেটিও মিলে না ২০০ টাকায়। কাতল, রুই এসবের দাম ওজন ভেদে সাড়ে ৩শ থেকে ৬শ টাকার বেশি।

বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে। তবুও ক্রেতারা বলছেন কিছুটা স্বস্তি আছে সবজির বাজারে। ক্রেতারা বলছেন, বাজারে নিয়মিত মনিটরিং করে কার্যক্রর পদক্ষেপ না নিলে মিলবে না সুফল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন