21 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫

বাড়তি শুল্ক-করের চাপে মানুষ: মরন ছাাড়া উপায় নেই

শতাধিক পণ্যে বাড়তি শুল্ক-কর চাপে ফেলবে সাধারণ মানুষকে। মানুষ আক্ষেপ করে বলছে, মরণ ছাড়া এখন আর উপায় নেই, কারণ জীবন যাত্রার ব্যয় সামাল দেয়া আগে থেকেই কঠিন। মিস্টি, ফল কিংবা শিশুখাদ্যেও শুল্প কর বাড়ায় অসন্তুষ্ট সব মানুষই।

শীতের এই সময়টায় কমলার দাম কম থাকে। তবে ডলারের দাম বাড়ায়, এখন আর তা নেই। ফলে কমলাসহ, আমদানি করা ফল, বাজারের তালিকা থেকে বাদ দিয়েছে অনেক মানুষ। অনেকে, কেবল বাচ্চাদের আবদার মেটাতে কিনেন হয়তো সামান্য।

তবে, এবার আমদানি করা ফলে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। তালিকায়, রয়েছে ফলের রসও। ফলে নতুন করে বাড়বে এসব ফলের দাম। রাজস্ব বাড়াতে আর দাতা সংস্থা, আইএফকে খুশি করতে সরকার যখন শিশুখাদ্য সহ নান পণ্যে কর বাড়ালো, তখন মানুষ অখুশি অন্তবর্তী সরকারের ওপর।

বাড়তি শুল্ক-করের চাপে মানুষ

উচ্চ মূল্যস্ফীতি যে কতটা কষ্টের তা হারে হারে টের পান গরীর আর নিম্ন আয়ের মানুষ। তখন, নতুন করে ১০০টি পণ্যে কর বাড়াল। নিত্যপণ্যের বাজারে কেবল স্বস্তি যখন সবজি, তখন, বিস্কুট, মিস্টি্তে কর বাড়ালো, ফলে ফের বাড়বে মানুষের সংসার খরচ।

মুদি দোকান থেকে কয়েল কিংবা টিস্যু কিনতে যাবেন, তার খরচও বাড়বে। গতকালই শতাধিক পণ্যে শুল্ক কর বাড়িয়ে অধ্যাদেশ জারি হয়। আইএফএফের চাপে, ভ্যাট সব স্তরে একক হার, ১৫ শতাংশ করার পথে হাটছে রাজস্ব প্রশাসন।

পরুন: শতাধিক পণ্য-সেবায় শুল্ক ও কর বাড়িয়ে অধ্যাদেশ

দেখুন: বাড়লো ভ্যাট, দাম বাড়বে যেসব পণ্যের

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন