১৪/০১/২০২৬, ১৬:০১ অপরাহ্ণ
25 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৬:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাড়ি দখল করতে বাবার হাত-পা ভেঙে রগ কেটে দিলো ছেলে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ি দখল করে নিতে ধন মিয়া (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দিয়েছেন ছেলে। সোমবার দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এই ঘটনা ঘটে। আহত বৃদ্ধ ধন মিয়া ওই এলাকার মৃত কনাই মিয়ার ছেলে। রাতে তাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করে চিকিৎসকরা।

কান্না জড়িয়ে কন্ঠে আহত ধন মিয়া অভিযোগ করে বলেন, আমার দুই স্ত্রীর দুই সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও এক মেয়ে রয়েছে। ২য় স্ত্রীর ঘরে দুই ছেলে ও ৩ মেয়ে আছে। আমি ঐতিহ্যগত ভাবেই কৃষিজীবি। আমার দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদা ভাবে ৭টি বাড়ি দিয়েছি। আমি থাকি ছোট স্ত্রীর সাথে একটি বাড়িতে। আমার প্রথম স্ত্রীর ৩য় ছেলে মাসুক মিয়া উশৃংখল প্রকৃতির। তার নামে মামলাও আছে। তাকে দান করা বাড়িতে নিজে বাড়ি না করে আমার বসবাস করা বাড়ি অর্ধেক দখলে নিয়েছে। সে পুরো বাড়ি দখল করে নিতে চায়। এনিয়ে সোমবার সকালে তার সাথে কথা-কাটাকাটি হলে স্থানীয় মসজিদের সামনে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে। আমার হাত ও পায়ে কুপিয়েছে। পরে আমার ছোট স্ত্রীর দুই ছেলে সহ স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ব্রাহ্মণবাড়িয়ার ট্রমা সার্জন ডা. মো. সোলায়মান মিয়া বলেন, বৃদ্ধ ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙ্গে গেছে এছাড়াও হাত ও পায়ের একটি করে রগ কেটে গেছে অস্ত্রের আঘাতে। উনাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

অভিযুক্ত ছেলে মাসুক মিয়া মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুর ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এই ঘটনায় এখনো অভিযোগ করেননি।

বিজ্ঞাপন

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, চলবে কর্মবিরতি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন