29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীকের ব্যবহার নিষিদ্ধ করল সৌদি আরব

বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীকের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বাণিজ্যিক বিষয়ে যে কোনো দেশের চিহ্ন ও লোগো এবং ধর্মীয় জিনিসের প্রতীক ব্যবহারও নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

গতকাল রবিবার (১৭ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

বাণিজ্য মন্ত্রী ডা. মাজেদ আল কাসাবি বলেন, ‘এসব প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদির যে প্রতিশ্রুতি রয়েছে, সেটির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

নির্দেশনায় বলা হয়েছে, জাতীয়, ধর্মীয় ও পবিত্র প্রতীক যে কোনো ধরনের প্রচার প্রচারণা এবং অন্যান্য বাণিজ্যিক বিষয়াবলীতে ব্যবহার করা যাবে না। লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সৌদির আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি গেজেটে সিদ্ধান্ত প্রকাশের ৯০ দিন পরে এই আইনের প্রয়োগ শুরু হবে। নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্য আনতে ব্যবসাগুলোকে সময় দেওয়া হবে।

এদিকে সৌদির রাজধানী রিয়াদে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে কাবার মতো দেখতে একটি জিনিস প্রদর্শন করা হয়। ওই মঞ্চে শিল্পিরা নাচ গান করছিলেন। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এরপরই সৌদি সরকারের পক্ষ থেকে এমন নির্দেশনা এলো। তবে এই ঘটনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সেটি স্পষ্ট নয়।

আরও পড়ুন: শেরপুরে বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ
দেখুন: ১৭ বছর ধরে ‘ঘুমিয়ে’ কে এই সৌদি যুবরাজ
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন