বান্দরবানে রুমায় অভিযান চালিয়ে ৮শত গ্রামে নিষিদ্ধ আফিমসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শবিবার (৫ এপ্রিল) রাতে রুমা থানাপাড়া সেগুন বাগান এলাকায় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, গ্রীরেন্দ্র ত্রিপুরা(৩৮) অপরজন শক্তি মনি ত্রিপুরা (৪৫)।
পুলিশ জানায়, নিষিদ্ধ আফিম নিয়ে পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে সেগুন বাগান এলাকায় দুই যুবককে তল্লাশি চালালে ৮শত গ্রাম আফিম উদ্ধার করে গিরেন্দ্র ত্রিপুরা ও ত্রিমথি ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়। যার বাজারের মূল্য কোটি টাকা বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে হাজতে প্রেরণ করা হয়েছে।
এনএ/