১৪/০১/২০২৬, ২৩:০৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২৩:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছে।

আজ শক্রবার বিকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র নব-নির্বাচিত সভাপতি আবু সুফিয়ান সুজা ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব নাজিম উদ্দিন আলমের মধ্যে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বেশকিছুদিন থেকে বিরোধ চলে আসছিল। তারা দু’জনই ওই ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। এরই এক পর্যায়ে শুক্রবার জুম্মার নামাজের পর বিবাদমান দু’পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠিসোঠা নিয়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা থেকে পুলশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের মধ্যে চলমান সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। আহতদেরকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।

এ ব্যাপারে আবু সুফিয়ান সুজা ও নাজিম উদ্দিন আলমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে সাতটা পর্যন্ত ওই গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন , খবর পেয়ে গোপালপুর গ্রামে পুলিশ পাঠানোর পর সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটো ভ্যানের দুই যাত্রী নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন