23 C
Dhaka
শনিবার, মার্চ ২২, ২০২৫

বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর, সুলতানপুর, বসন্তপুর ও মূলঘর ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ‍্যাড. মো. আসলাম মিয়ার নেতৃত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর গোয়ালন্দ মোড় টেক্সটাইল মিল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হোসেন গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এ‍্যাড. লিয়াকত আলী বাবু, কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ‍্যাড. আসলাম মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবুর রহমান, জেলা কৃষক দলের সদ্স্য সচিব সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আব্দুল মালেক খান, সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন সহ জেলা, সদর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েক’শ নেতাকর্মী প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন- রাজবাড়ী সদর ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির।

পড়ুন : রাজবাড়ীতে জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন