১৩/০১/২০২৬, ১৩:৫৭ অপরাহ্ণ
24 C
Dhaka
১৩/০১/২০২৬, ১৩:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, নেত্রকোনায় আহত ৩

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে কলসহাটি সংলগ্ন বঙ্গবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে বঙ্গবাজার এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জুয়েল মিয়ার ছেলে তাকবীর, আব্দুল সালামের ছেলে তামিম মিয়া ও নওসাদ মিয়ার ছেলে রুমান মিয়া আহত হন। তারা সকলেই জামায়াত সমর্থক ও সবাই কলসহাটি এলাকার বাসিন্দা। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি কলসহাটি এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক পক্ষবদলের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়। পরদিন ১১ জানুয়ারি স্থানীয় মসজিদ এলাকায় একটি ক্ষুদ্র ঘটনাকে ঘিরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসব ঘটনার ধারাবাহিকতায় আজ (সোমবার) রাতে সংঘর্ষের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিদেশী মদসহ কারবারি আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন